Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগম রোকেয়া আনসারের মৃত্যুতে জামায়াতের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ২২:৩৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ০০:২৩

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রোকেয়া আনসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দলটি।

শুক্রবার (১৫ আগস্ট) এক যৌথ শোকবার্তায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এ শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরার ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট শেখ আনসার আলীর স্ত্রী বেগম রোকেয়া আনসার ইসলামী আন্দোলনের এক নিবেদিত প্রাণ ছিলেন। তিনি জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন ছাড়াও জাতীয় সংসদ সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমৃত্যু তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বেগম রোকেয়া আনসার বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সারাবাংলা/এফএন/এসএস

জামায়াত শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর