বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ শুক্রবার (১৫ আগস্ট)। এ উপলক্ষ্যে সারাদেশে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়।
সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন—

মেহেরপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমকাদ হোসেনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির (আমজাদ গ্রুপ) এর আয়োজনে আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দীন।

পাবনায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল
পাবনা: পাবনায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে তাঁত শিল্পের কারিগরদের নিয়ে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৫ আসনের ধানের শিষের মনোনয়ন প্রত্যাশী মাহমুদন্নবী স্বপন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম, বিএনপি নেতা আশরাফুল আলম, আল মাহমুদ,দোগাছি ইউনিয়নের তাঁতি সমিতির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ নুরুল ইসলাম মন্ডল, সভাপতি জামান উদ্দিন, গয়েশপুর দুই নং ওয়ার্ডের তাঁতি সমিতির সম্পাদক আব্দুল হাকিম,সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দোগাছি তাঁতি সমিতির সদস্য আব্দুর গফফার, তাঁতী নেতা আসাদুজ্জামান খান, সদস্য রমজান আলী সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শরীয়তপুর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মোফাজ্জল হোসেন ফকির, আব্দুল মান্নান মাদবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, প্রচার সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালী উল্যাহ খান, শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শামীম খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম মাঝি, জেলা ছাত্রদলের আহবায়ক সোহেল তালুকদার, যুগ্ম আহবায়ক আসলাম মাহমুদ, যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজবাড়ী: বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রোগ মুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলর সঞ্চালনায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মো. হারুন অর রশীদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপি সভাপতি শওকত সিরাজ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব আব্দুল তালেব,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসাবে মো, আব্দুল মালেক খান,জেলা কৃষক দলের সদস্য সচিব এ. কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।