Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে ইউএনওর হস্তক্ষেপে দুইটি বাল্যবিবাহ বন্ধ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ০০:১০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ০০:২২

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে দুইটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় কনের পরিবারের কাছ থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, শৌলপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রবাসী জলিল বেপারীর মেয়ে ইকরা (১৫ বছর ৯ মাস) এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। তার বিয়ে নড়িয়া উপজেলার এক যুবকের সঙ্গে ঠিক করা হয়। একই এলাকায় মো. জাহাঙ্গীর মুন্সীর মেয়ে অথই ইসলাম (১৩ বছর ১০ মাস) শৌলপাড়া মনোয়ার খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বিয়ের আয়োজন করা হয় জাজিরা উপজেলার এক যুবকের সঙ্গে।

বিজ্ঞাপন

অভিযানে জন্মনিবন্ধন যাচাই করে উভয় বিয়ে তাৎক্ষণিক বন্ধ করা হয় এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে অভিভাবকদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়। এ সময় উভয় পরিবারকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ইলোরা ইয়াসমিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিবাহ নিরোধ আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জন্মনিবন্ধন যাচাইপূর্বক তাৎক্ষণিক ২টি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ১৮ বছর হওয়ার পূর্বে যেন তাদের বিয়ে দেওয়া না হয়- সে মর্মে পিতামাতাসহ অন্য অভিভাবকদের অঙ্গীকারনামা নেওয়া হয়। এ সময় উভয় পরিবারকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর