চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে মেহেরপুরের মুজিবনগর থেকে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার আনন্দবাস গ্রাম থেকে তাকে আটক করা হয়। ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটক জাহাঙ্গীর একই গ্রামের আফসার শেখের ছেলে।
বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান গোপন সূত্রে খবর পান, আনন্দবাস বিওপির সীমান্ত এলাকা দিয়ে অবৈধ মার্কিন ডলার পাচার করা হবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল ফাশিতলা এলাকায় অভিযান চালায়। এ সময় বাইসাইকেলে করে ঘাসের বস্তা নিয়ে যাচ্ছিলেন জাহাঙ্গীর শেখ। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
তল্লাশির সময় তার হাতে থাকা ঘাসের বস্তা থেকে কালো স্কচটেপে মোড়ানো পাঁচটি প্যাকেটে লুকানো ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। একইসঙ্গে তার বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত ডলার ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা।
এ ঘটনায় নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের করেছেন। আটক জাহাঙ্গীর শেখকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত ডলার আদালতের নির্দেশে মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।