Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহবাগ থানা ছাত্রদলের দোয়া মাহফিল

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ০০:১৭

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে শাহবাগ থানা ছাত্রদল। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকায় এ আয়োজন হয়।

শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামের নেতৃত্বে ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। শিববাড়ি মসজিদের খতিব মিলাদ পরিচালনা করেন এবং শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শাকিল হোসেন সাদ্দাম জানান, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা দোয়া ও মিলাদ মাহফিল করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চাচার সার্বিক সহযোগিতায় মাহফিল অনুষ্ঠিত হয়। আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেছি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শিবগঞ্জে মাদকসহ গ্রেফতার ৭
৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৪

আরো

সম্পর্কিত খবর