ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে শাহবাগ থানা ছাত্রদল। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকায় এ আয়োজন হয়।
শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামের নেতৃত্বে ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। শিববাড়ি মসজিদের খতিব মিলাদ পরিচালনা করেন এবং শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শাকিল হোসেন সাদ্দাম জানান, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা দোয়া ও মিলাদ মাহফিল করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চাচার সার্বিক সহযোগিতায় মাহফিল অনুষ্ঠিত হয়। আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেছি।