Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আগুনে পুড়ল ঝুটের গুদাম, প্লাস্টিক কারখানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১১:০১ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১৫:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আগুনে পুড়েছে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানা এবং আশপাশের কয়েকটি বসতঘর।

শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে নগরীর বাকলিয়া এক্সেস রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত পৌনে ২টার দিকে বাকলিয়া এক্সেস রোডে আহাদ কনভেনশন হলের পাশে একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর সেটা পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাস্থলের আশপাশে পানির পর্যাপ্ত উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। প্লাস্টিকের কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণেও আগুনের তীব্রতা বেশি ছিল।’

তিনি জানান, আগুনে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানা প্রায় পুরোপুরি পুড়ে গেছে। কয়েকটি বসতঘরের আংশিক ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর