Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনে শপিং মলে আগুন: নিহত ৩৫


২৪ ডিসেম্বর ২০১৭ ১০:৩৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ১২:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ৫০০ মাইল দূরে ডাভাও নামে একটি শহরে শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় শনিবার সকালে মার্কেটটির তৃতীয়তলায় আগুন লাগলে তা দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে যায়। ভবনে থাকা একটি কল সেন্টারে কর্মীরা আটকা পড়ে।
দমকল কর্মীরা ঘণ্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন দমকলকর্মী জানান, উপরে আটকা পড়া লোকেদের বাঁচার সম্ভাবনা প্রায় শূন্য।

রাষ্ট্রপতি রদ্রিগো ডুটার্ট ( Rodrigo Duterte) ঘটনাস্থলে নিখোঁজদের পরিবারের সাথে দেখা করেন।

বিজ্ঞাপন

তবে আগুনের কারণ জানা যায়নি।

সারাবাংলা/এমএ

ফিলিপাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর