Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৮:১০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১৮:১১

পুরস্কার পেল ৩০ শিশু

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৩০ শিশু-কিশোরকে পুরস্কার দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে বাইসাইকেল, ৫ জনকে পাঞ্জাবি-পায়জামা ও ১৯ জনকে বিভিন্ন উপহার দেওয়া হয়।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ডামুড্যা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাজী বাড়ি জামে মসজিদ চত্বরে তাদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. তারিকুল ইসলাম। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, রেজাউল করিম শ্যামল বেপারী, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান কবির প্রমুখ।

বিজ্ঞাপন

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা জানান, ‘চলতি বছরের জুন মাসে নামাজ প্রতিযোগিতা শুরু হয়ে চলে টানা ৪০ দিন পর্যন্ত। যেখানে ওই এলাকার ৩১ জন শিশু কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে ৬ শিশু-কিশোর। ২০০ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু কিশোরদের বাইসাইকেল ও ১৮০ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ জন শিশু কিশোরকে পাঞ্জাবি-পায়জামা এবং ১৯ জনকে শিক্ষা সামগ্রী গিফট বক্স আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।’

এছাড়াও শিশু-কিশোরদের মোবাইলের কুফল ও অতিরিক্ত আসক্ততা থেকে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

বাইসাইকেল পুরস্কার পাওয়া দক্ষিণ ডামুড্যা গ্রামের বাসিন্দা কিশোর জাহিদ ও সানভী মৃধা জানান, ‘৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার মাধ্যমে এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়। মুসলমান হিসেবে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে।’

এ ব্যাপারে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, ‘সব ধর্মের মূল্যবোধ সৃষ্টির কল্যাণে নিবেদিত। তাই যে আয়োজনের মাধ্যমে ওই কিশোরদের ভালো কাজের দিকে উৎসাহিত করা হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।’

সারাবাংলা/এসএস

জামাত নামাজ পুরস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর