নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া আবির ইসলাম (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই ঘন্টা পর মৃত অবস্থায় সৈয়দপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁকে উদ্ধার করে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাবেয়া মোড়ের কাছে নদীতে ডুবে যায় সে।
নিহত আবির দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর এলাকার জাকির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গোসলের সময় আবির পানিতে তলিয়ে যায়। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।