Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণকে প্রতারিত করার চেষ্টা করা হলে ফের রাজপথে নামব’

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ২০:৩০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ২৩:১৪

এনসিপির যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল বলেছেন, যদি ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনার নামে জনগণকে প্রতারিত করার চেষ্টা করা হয়, তবে আমরা, যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিলাম, আবারও রাজপথে নামব। কারণ, ২০২৪-এর গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়।

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের চেতনাকে কেউ বিক্রি করবে, সেটা আমরা মেনে নেব না। সেই ষড়যন্ত্র চলছে বলে আমরা ধারণা করছি।’

শনিবার (১৬ আগস্ট) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি, বরং সারাদেশের সাধারণ মানুষ এটি সংগঠিত করেছিল। তারা রাজপথে নেমে এসেছিল এবং নির্বিচারে জীবন দিয়েছে। যার ফসল হিসেবে আজকে জুলাইয়ের সনদকে বিক্রি করার চেষ্টা করছে অনেকেই।’’

বিজ্ঞাপন

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

সারাবাংলা/এএস/এইচআই

আরিফ সোহেল এনসিপি রাজপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর