Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে মাছ রক্ষায় ৭ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ২১:৩২ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ০০:১৮

রাজবাড়ী: দেশীয় মাছ রক্ষায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিশেষ অভিযানে প্রায় ৭ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করেছে সামারি ট্রায়াল আদালত। শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামালপুর ইউনিয়নের মাশালিয়ার বিলে টানা ৫ ঘণ্টা এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন রাজবাড়ীর প্রথম আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান। এসময় প্রায় ১৫০টি জাল (১৫ হাজার মিটার) জব্দ করে রাজবাড়ী শহরের শহিদ খুশি রেলওয়ে মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। এছাড়া একজন জাল বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৭(ঘ) ধারায় সামারি ট্রায়াল পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন, আদালতের স্টেনোগ্রাফার মো. তোফাজ্জেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন

এ অভিযানে বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

সারাবাংলা/এসএস

চায়না জাল ধ্বংস নিষিদ্ধ