রংপুর: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর দাবি তোলা যাবে না। নির্বাচন পেছালে দেশের শত্রুরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্বাচনকালীন সময়ে ছোট দলের প্রার্থীরা নিরাপদে এবং নিশ্চয়তার সঙ্গে প্রচারণা চালাতে পারবে কি না— তা নিয়ে শঙ্কা রয়েছে। সেই সঙ্গে পুলিশ, আমলা, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ না থাকায় সুষ্ঠু নির্বাচনের প্রশ্নও দেখা দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসে জরুরি ভিত্তিতে নির্বাচনী সংস্কার এবং কার্যক্রম এগিয়ে নিতে হবে।’
সংবাদ সম্মেলনে এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।