Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ২৩:০১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ০০:৩৬

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকারের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তার ২ বছরের মেয়ে তাকিয়া ইসলাম।

নিহতদের বাড়ি মহাসড়ক সংলগ্ন কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি আসার পথে ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও তার শিশু কন্যার মৃত্যু হয়। এ সময় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে যায়। গাড়ি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর