Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু


৫ জুলাই ২০১৮ ১৫:৫৭ | আপডেট: ৫ জুলাই ২০১৮ ১৫:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই যুবককে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩ টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী নূর নবী জানায়, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস নামের একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে ছিলো যুবকটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার পরনে ছিল নীল গেঞ্জি এবং জিন্স প্যান্ট।

সারাবাংলা/এসএসআর/এমও

ট্রেন মহাখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর