চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে প্রয়াত শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক-শিল্পীদের ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় এ কর্মসূচি পালন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে ‘ফ্যাসিস্টবিরোধী ছাত্রজনতা’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এতে দেখা যায়, শ’খানেক লোক জমায়েত হয়েছে। কয়েকজন বক্তব্য দেন। এর মধ্যে বিভিন্নজনের ছবি লাগানো একটি ব্যানারে প্রকাশ্যে জুতা নিক্ষেপ করা হয়।
ব্যানারে প্রয়াত শেখ মুজিবুর রহমান, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির ছবি ছিল।
এছাড়া ব্যানারে আরও ছিল জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, অভিনেত্রী শম্পা রেজা, চিত্রনায়ক শাকিব খান, অভিনেতা চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শিল্পী রাহুল আনন্দ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, বিতার্কিক আব্দুন নূর তুষার, অভিনেতা সাজু খাদেম, কচি খন্দকার, শরাফ আহমেদ জীবন, আর্টসেলের জর্জ লিংকন ডি কস্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন, সাংবাদিক জ ই মামুন ও সাহেদ আলমের ছবি।
কর্মসূচির আয়োজকদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরীর সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান শাহরিয়ার সাংবাদিকদের বলেন, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে আওয়ামীপন্থী কালচারাল গোষ্ঠীর লোকজন ফেসবুকে পোস্ট দিয়ে তাঁরা আওয়ামী ফ্যাসিজমকে ‘নরমাইলাইজ’ করছেন। এর মধ্য দিয়ে তারা পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলে আয়োজকরা মনে করেন। এতে ক্ষুব্ধ হয়ে গণঅভ্যুত্থানের পক্ষের ছাত্র-জনতা এ কর্মসূচি পালন করেছে।