সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ধানসিঁড়ি রেস্টুরেন্টে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজ্ঞ ও স্কুল অব লিডারশিপ ইউএসএ’র প্রেসিডেন্ট ড. নয়ন বাঙালি। তিনি বলেন, “রাষ্ট্র মেরামতে নেতার দর্শন তুলে ধরার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে সকলে ভূমিকা রাখতে হবে।”
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান স্মরণ করেন।