ঢাকা: বিভিন্ন বিভাগে ‘অধ্যাপক’ পদে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্টের মধ্যে সরাসরি-ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গণ বিশ্ববিদ্যালয়
পদের নাম: অধ্যাপক;
পদসংখ্যা: ৪টি;
বিভাগের নাম ও পদসংখ্যা:
*ফার্মেসি (১টি);
*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (১টি);
*ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (১টি);
*আইন (১টি);
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি মোতাবেক প্রাপ্য হবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: সাভার, ঢাকা;
আবেদনের যোগ্যতা:
*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি থাকতে হবে;
*এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যায়ে যে কোনো ৩টি পরীক্ষার যে কোনো ৩টিতে প্রথম বিভাগ/শ্রেণি অথবা সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ এবং সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়;
*মাস্টার্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম ২০ বছর অথবা সমযোগী অধ্যাপক হিসেবে ৭ বছর/এম.ফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে ১৮ বছর অথবা সহযোগী অধ্যাপক হিসেবে ৬ বছর/পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম ১২ বছর অথবা সহযোগী অধ্যাপক হিসেবে ১০ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;
*সব ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম ১২টি প্রকাশনা থাকতে হবে;
*সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৬টি প্রকাশনা থাকতে হবে যেগুলোর মধ্যে ২টি প্রকাশনা প্রধান লেখক/সহ-প্রধান লেখক (First Author/Corresponding Author) হিসেবে ন্যূনতম ৩টি ও একটি ইম্প্যাক্ট ফ্যাক্টর/ইনডেক্সড জার্নালে প্রকাশনা থাকতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
রেজিস্ট্রার, গণ বিশ্ববিদ্যালয়, পো: মির্জানগর ভায়া, সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা-১৩৪৪ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন ফি:
গণ বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অফেরতযোগ্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত এই ঠিকানায় জানা যাবে।
আবেদনের শেষ সময়: আগামী ২৮ আগস্ট ২০২৫ পর্যন্ত।