Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৭:২৪

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বাসভবনে এনসিপির নেতারা।

ঢাকা: ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রোববার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অধিক সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এ সময় উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর