Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার বিমানবন্দরে অক্টোবরে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৬:১৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৭:২৪

মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী।

কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দরে অক্টোবরের মাঝামাঝিতে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী।

রোববার (১৭ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী বলেন, ‘আমরা আজকে বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল ও সাগরের বুকে নির্মিত হওয়া রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘কত শতাংশ কাজ শেষে তা বলা না গেলেও তবে মাঝামাঝি সময়ে শুরু করা সম্ভব। যার জন্য আমাদের প্রস্তুতি শেষের পথে।

পরিদর্শনের সময় কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউনূছ ভুঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইআ

আন্তর্জাতিক ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর