Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা আবদুল আজিজ খানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৬:২৩ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৬:২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান আর নেই। শনিবার রাত ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৭ আগস্ট) দুপুরে এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি-আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে দৃঢ়ভাবে বিশ্বাসী মরহুম আবদুল আজিজ খান হালুয়াঘাট পৌর বিএনপিকে শক্তিশালী ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়।”

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

আবদুল আজিজ খান বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৃত্যু শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর