Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসি’র সঙ্গে বৈঠকে ‎বিএনপি ‎

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৬:৫০ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৯:৩৮

সিইসি’র সঙ্গে বৈঠকের অপেক্ষায় বিএনপি প্রতিনিধি দল।

‎ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন বিএনপি প্রতিনিধি দল।

‎সোমবার (১৭ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্টিত এ বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

‎সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠকে আরও রয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‎বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা সময় চেয়েছিলাম সিইসির কাছে, তিনি সময় দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানবো আমরা।”

‎উল্লেখ্য, ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভোটের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নসূচি তুলে ধরে শিগগির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথাও রয়েছে ইসির।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

নজরুল ইসলাম খান বিএনপি বৈঠক রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর