Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৯:৩৭

ঢাকা: দেশের উভয় পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। এই নিয়ে টানা দুই দিন পুঁজিবাজারে সূচক বাড়ল। এর আগে টানা সাতদিন পুঁজিবাজারে সূচক কমেছিল। পুঁজিবাজারে নতুন মার্জিন ঋণ নীতিমালা সংক্রান্ত গুজবে কয়েকদিন কিছুটা অস্থিরতা দেখা গিয়েছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার (১৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩৬ পয়েন্ট। এর আগে ৭ কার্যদিবসের টানা পতনে ২২২ পয়েন্ট কমেছিল।

এদিন ডিএসই-তে ৮০১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭০৩ কোটি ৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৮ কোটি ৬৮ লাখ টাকার বা ১৪ শতাংশ।

বিজ্ঞাপন

ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৫টির। অর্থাৎ তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ৫১.৫১ শতাংশের দর বেড়েছে। আর দর কমেছে ১৩৫টির। অর্থাৎ মোট ৩৩.৯২ শতাংশের দর কমেছে। আর দর পরিবর্তন হয়নি ৫৮টি বা ১৪.৫৭ শতাংশের।

অপরদিকে সিএসই-তে রবিবার ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৭৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮টির, কমেছে ৬৪টির এবং পরিবর্তন হয়নি ২১টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০ হাজার ৯৭ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই-সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর