Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৭:৪৯

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কার্যক্রম পর্যালোচনা করার জন্য একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও কর্মসূচির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৭ আগস্ট) সকাল ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এদিন বিকেলে দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও কর্মসূচির সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত, সহ-দফতর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপু, সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, হাসান মামুন, কাজী রফিক, বজলুর রশিদ চৌধুরী আবেদ, ওমর ফারুক সাফিন, আকরামুল হাসান মিন্টু, কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, তারিকুল আলম তেনজিংসহ জেলা সমূহের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম তদারকির জন্য গঠিত টিম প্রধান ও সদস্যরা।

বিজ্ঞাপন

সভায় দলীয় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে টিমগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

পর্যালোচনা সভা বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর