Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ—উপদেষ্টাদের প্রসঙ্গে ডা. তাহের

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৯:৪৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ২১:৩৩

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘বিপ্লবের চেতনায় আস্থা রেখে যাদেরকে জনগণ নেতৃত্বে বসিয়েছিল, তারাই আজ জাতিকে হতাশ করছে।’ তিনি বলেন, ‘যে যায় লঙ্কায়, সে হয় রাবণ। যাদের আস্থা ও ভরসায় আমরা নেতৃত্বে বসিয়েছিলাম, তারাই আজ আমাদের নিয়ে তামাশা করছে।’

রোববার (১৭ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই ঘোষণা ও জুলাই সনদ নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. তাহের বলেন, ‘জাতি এখন ক্লান্তিকালে দাঁড়িয়ে আছে। ৫৪ বছরের নেতৃত্বে দেশ যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল, তা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে শেষ হয়েছিল। এর ফলেই শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। ’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জাতি নতুন সূচনার আশা করলেও তার পরিবর্তে এখনো হতাশায় ডুবে আছে।’

সারাবাংলা/এএস/এসএস

উপদেষ্টা জামায়াত তাহের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর