Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে: আমিনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ২১:২৭ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ০০:০২

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক

ঢাকা: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে “জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট”-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি ক্রীড়া ফেডারেশনকে ক্রীড়া উপদেষ্টা নিজের মতো করে সাজিয়েছেন। আওয়ামী দোসরদের দিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছেন। এর দায়ভার একদিন তাকেই নিতে হবে।’

তিনি অভিযোগ করেন, ক্রীড়াঙ্গনে স্বৈরাচারের ছায়া নেমে এসেছে। গত ১৭ বছর আওয়ামী সরকার যেমন দলীয়করণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ক্ষতিগ্রস্ত করেছে, তেমনি অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন। ফুটবল ফেডারেশন থেকে ক্রিকেট বোর্ড এবং জেলা-উপজেলা ক্রীড়া সংস্থা পর্যন্ত নিজের লোক বসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বিজ্ঞাপন

আগামী অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করে আমিনুল হক বলেন, ‘আমরা চাই একটি নিরপেক্ষ ক্রিকেট বোর্ড নির্বাচন। কিন্তু ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের কারণে সেই নির্বাচন নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।’

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা তৃণমূল থেকে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে চাই। একটি সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গনের মাধ্যমে যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ ও যোগ্য জাতি হিসেবে গড়ে ওঠে।”

দিনের খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে হাতিরঝিল থানা তেজগাঁও থানাকে হারিয়ে ফাইনালে ওঠে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, নুরুল হুদা ভূঁইয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সারাবাংলা/এফএন/এসএস

আমিনুল হক ক্রীড়া উপদেষ্টা ক্রীড়াঙ্গন ধ্বংস স্বেচ্ছাচারিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর