ঢাকা: ঢাকার বিভিন্ন এলাকায় কালো ধোঁয়া, শব্দদূষণ, নিষিদ্ধ পলিথিন ও নির্মাণ সামগ্রী থেকে বায়ুদূষণ রোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর।
রোববার (১৭ আগস্ট) বান্দরবান ও ঢাকার চকবাজার ইমামগঞ্জ এলাকায় পলিথিন বিরোধী দুটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালিতনা করে পরিবেশ অধিদফতর।
এ সময় একটি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। কয়েকটি সুপারশপ ও দোকান মালিককে সতর্ক করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেটও বিতরণ করা হয়েছে।
মানিক মিয়া এভিনিউ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযানে ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় কালো ধোঁয়া এবং শব্দদূষণ ছড়ানোর জন্য বেশ কয়েকজন চালককে সতর্ক করা হয়।
ঢাকার আদাবর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদফতরের অভিযানে ওই প্রতিষ্ঠানের মালিককে অবিলম্বে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ না করার জন্য সতর্ক করা হয়।
পরিবেশ অধিদফতর জানিয়েছে, নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে।