বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় খাল থেকে একটি এসএলআর (অস্ত্র) ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৭ আগস্ট) বিকেলে ঘুমধুম সীমান্ত পিলার-৩১ সংলগ্ন শূন্যরেখার খালের ভেতর থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় এক জেলে মাছ ধরতে গিয়ে পানির নিচে অস্ত্র দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে টহল দল ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, ‘স্থানীয় জেলের সহায়তায় সীমান্ত এলাকার খাল থেকে একটি এসএলআর ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।