Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবির হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১২:৩৬ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৭:১৯

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ ১৮ জন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নাসিমুল গনি সই করেন।

বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে- তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর