Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১২:৩৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৪:২৬

শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. হুমায়ুন কবির গ্রেফতার।

ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি তুরাগ থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে করা হয়।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, গ্রেফতার হুমায়ূনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

মো. হুমায়ুন কবির শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার