Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১২:৪৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৪:৪৩

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা: সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে।”

তিনি নির্বাচন কমিশনকে মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের জনগণ এখনো এ পদ্ধতির জন্য প্রস্তুত নয়। তার দাবি, যারা পিআর দাবি করছেন, তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন রয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি আশা প্রকাশ করেন, ডাকসুতে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

সংবর্ধনা মঞ্চে তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮

আরো

সম্পর্কিত খবর