Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৩:৪৩

শিক্ষকদের সড়ক অবরোধ।

কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে সড়ক অবরোধ করে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত শিক্ষকরা।

শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা মানবিক সংস্থার অধীনে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। হঠাৎ করেই তাদের বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে জীবিকা হারিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন।

আন্দোলনকারী শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা না হলে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ ও অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

অবরোধের কারণে সকাল থেকেই ব্যস্ত মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। কোটবাজার এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি আটকে পড়ে।

সারাবাংলা/এনজে

চাকরিচ্যুত শিক্ষক রোহিঙ্গা ক্যাম্প সড়ক অবরোধ