Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোরো মৌসুমে এবার ইতিহাসের রেকর্ড ধান-চাল সংগ্রহ

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৮ আগস্ট ২০২৫ ১৬:৪৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৮:২৮

ধান-চাল। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: চলতি বোরো মৌসুমে সরকার রেকর্ড পরিমাণ ধান-চাল সংগ্রহ করেছে। এটি লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। শুধু তা-ই নয়, দেশের ইতিহাসে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ সংগ্রহ।

সোমবার (১৮ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এ এম ইমদাদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি ২০২৫ গত ১৫ আগস্ট শেষ হয়েছে। এ কর্মসূচিতে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১৪ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে ১৫ আগস্ট পর্যন্ত যথাক্রমে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান (১০৭ দশমিক ৬৯ শতাংশ), ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন সিদ্ধ চাল (১০০ দশমিক ৪৬ শতাংশ) এবং ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন আতপ চাল (১০২ দশমিক ২১ শতাংশ) সংগৃহীত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এইচআই

খাদ্য মন্ত্রণালয় চাল ধান বোরো মৌসুম