Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় ট্রলারডুবি: ১১ ঘণ্টা ভেসে থাকার পর ৯ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৭:১৭ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৭:২৩

সমুদ্রে মাছ ধরার ট্রলার। প্রতীকী ছবি

পটুয়াখালী: কুয়াকাটা উপকূলে মাছ ধরার একটি নামবিহীন ট্রলার ডুবে গেছে। রোববার (১৭ আগস্ট) রাত নয়টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ৯ জেলে পানির কন্টেইনার ও জালের ফ্লোট ধরে ভেসে থাকেন টানা ১১ ঘণ্টা।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয় পাথরঘাটার কচিখালী এলাকা থেকে। লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার জেলেরা নিরাপদে বাড়িতে ফিরে এসেছে। বর্তমানে তারা কিছুটা অসুস্থ আছেন।

ডুবে যাওয়া ট্রলারটির মালিক লালুয়ার মেরাউপাড়া আবাসনের খোকন হাওলাদার। তার চাচা জুম্মান হাওলাদার জানান, সাগর উত্তাল হওয়ায় রোববার (১৭ আগস্ট) রাতে জেলেরা তীরে ফিরছিলেন। আসার পথে চরে আটকে ঢেউয়ের তোড়ে মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। জেলেরা প্রাণ বাঁচাতে সাগরে ভেসে থাকেন।

বিজ্ঞাপন

জুম্মান হাওলাদার আরও বলেন, খবর পেয়ে সোমবার (১৮ আগস্ট) সকালে আরেকটি বোট নিয়ে তারা উদ্ধার অভিযানে নামেন। উদ্ধারদের মধ্যে ট্রলার মালিক খোকন, জেলে মিরাজ, এনামুল, মাসুম, বেল্লাল, রনি, রাজিব, শিবলু, শুভর নাম জানা গেছে।

স্থানীয় জেলেরা জানান, বর্তমানে সাগর উত্তাল থাকায় আলীপুর-মহিপুরসহ আশপাশের এলাকার বেশিরভাগ ট্রলার মাছ শিকার বন্ধ করে নদী ও শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।

সারাবাংলা/এনজে

জেলে উদ্ধার ট্রলারডুবি ভেসে থাকা