Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির প্রাণিবিদ্যা বিভাগ থেকে শেখ মুজিবের ছবি অপসারণ

জবি করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৭:২৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৮:২৭

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের রুম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়ালের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ছবিটি খুলে ফেলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে বিষয়টি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, গণঅভ্যুত্থানের পরও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পূর্ববর্তী সময়ের প্রতিকৃতি বা প্রতীক রাখা প্রশাসনিক উদাসীনতার কারণে হয়েছে।

বিজ্ঞাপন

ছবি অপসারণ করতে গিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল বলেন, ‘বাংলাদেশে বাকশালের প্রতিষ্ঠাতা এই শেখ মুজিব। আর তারই কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই ফ্যাসিবাদী আচরণ শুরু করেন। জুলাইঅভ্যুত্থান এর পর এসব দোসরের কোন চিহ্ন আমরা রাখব না। প্রাণিবিদ্যা বিভাগে শেখ মুজিবের ছবি রাখা মানে জুলাই আন্দোলনে এই বিভাগ সহ বিশ্ববিদ্যালয় থেকে যারা আন্দোলন করেছে, যারা আহত হয়েছে, শহিদ হয়েছে, যাদের রক্তে অর্জিত আমাদের বাংলাদেশ তাদেরকে অপমান করা। তাই আমরা সাধারণ শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ কর্মীরা এই ছবি অপসারণ করেছি “

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘এই ছবিটি অনেক আগে থেকেই টানানো ছিল, আমি তো অল্প কিছু দিন হলো চেয়ারম্যান হয়েছি, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছবি সরানোর বিষয়ে কোন কিছু জানায়নি কিংবা সংবিধানেও এখন পর্যন্ত  ছবি সরানোর বিষয়ে কোন সংশোধনী আরোপ করা হয়নি। আজকে যদি প্রজ্ঞাপন দেওয়া হয় কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় তবে এখুনি আমি এটা খুলে নিব। আর সাধারণ শিক্ষার্থীরা যদি চায় তারা এটি খুলে নিতে পারে, এ বিষয়ে আমার কোন আপত্তি নেই।’

সারাবাংলা/এসএস

অপসারণ ছবি জবি শেখ মুজিব