Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে সোয়া কোটি টাকার সোনাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৭:৩৪

যশোর: ভারতে পাচারের সময় যশোরে বিজিবির অভিযানে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সকালে শহরতলীর হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজবাড়ি জেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গণি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) ও শরিয়তপুরের নাড়িয়া থানার নান্নু মাতব্বরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী সই করা বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অভিযানে দুই পাচারকারীকে তল্লাশি করে ৮৩১ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য ১ কোটি ২২ লাখ ২৫ হাজর ৬৭২ টাকা। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ও  ১৫ হাজার টাকা জব্দ করা হয়। আটকদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

আটক পাচারকারী যশোর সোনা জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর