Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে পদ্মায় তীব্র স্রোতে বালুবাহী বাল্কহেড ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ২১:১০

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে তীব্র স্রোতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে প্রাণে রক্ষা পেয়েছেন বাল্কহেডের সুকানি ও সহকারীসহ দুই শ্রমিক।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন স্থানে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে বালুবোঝাই করে বাল্কহেডটি দৌলতদিয়া ঘাটের দিকে আসছিল। এ সময় দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের কাছে এলে নদীর প্রবল স্রোতে বাল্কহেডটি ডুবে যাওয়া শুরু করে। এসময় বাল্কহেডে থাকা সুকানি ও সহকারী এবং দুই শ্রমিক দৌলতদিয়া ঘাটের বালুর মালিকের কাছে ফোন করে। বালুর মালিক দ্রুত ট্রলার নিয়ে গিয়ে তাদের উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, নদীতে চলাচল করা বাল্কহেডের বেশির ভাগেরই নেই নিবন্ধন ও ফিটনেস। অদক্ষ সুকানি দিয়ে চালানো হয় এসব বাল্কহেড। এছাড়া ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ বালু পরিবহন করা হয়। এমনিতে পদ্মায় অনেক স্রোত তারপর অতিরিক্ত বালু নেওয়ার জন্য এমন ঘটনা ঘটেছে। তবে এসবের বিরুদ্ধে প্রশাসনের কোন তদারকি নেই।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ত্রিনাথ সাহা জানান, পদ্মা নদীতে চলাচল করা বাল্কহেড গুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। তবে বর্তমানে পদ্মা নদীতে প্রবল স্রোত থাকায় আমাদের স্পিডবোর্ড নিয়ে যাওয়া খুব কষ্ট হয়। তাই একটু তদারকি কম হচ্ছে। বাল্কহেড ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএস

ডুবি বালুবাহী বাল্কহেড