পাবনা : পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে সুজানগর উপজেলা তাঁতিবন্দ ইউনিয়নের পুরাদহ বাজারে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মিছিল বের হয়।
মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ৯ জুলাই সুজানগর পৌর শাখার বহিষ্কৃত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খান ও তার সন্ত্রাসী বাহিনী উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফসহ ২০ জন নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা চালায়।
বক্তারা আরও অভিযোগ করেন, কোনো রকম তদন্ত ছাড়াই কেন্দ্র থেকে বিএনপির ত্যাগী নেতা শেখ আব্দুর রউফকে দোষারোপ করে বহিষ্কার করা হয়েছে।
বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে শেখ আব্দুর রউফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি করেন। একই সঙ্গে, তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।