যশোর: যশোরের উপশহর এলাকায় স্থায়ীভাবে জলবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার এবং অবৈধ জমি দখলদারদের উচ্ছেদের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রেসক্লাবের সামনে ই-ব্লক নাগরিক সুরক্ষা কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী।