বাগেরহাট: বাগেরহাট প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর প্রশিক্ষক প্রভাষ কুমার বিশ্বাসের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। তিনি খুদেবার্তায় অশ্লীল ইঙ্গিত ও গভীর রাতে ঘুমিয়েছে কিনা জানতে চেয়ে ফোন দেন।
এ ঘটনায় সোমবার (১৮ আগস্ট) দুপুরে প্রশিক্ষণার্থীর অভিভাবকরা পিটিআইয়ে উপস্থিত হয়ে সুপারিনটেনডেন্ট বরাবর অভিযোগ করেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন।
ওই প্রশিক্ষণার্থী জানান, তার প্রশিক্ষক প্রভাষ কুমার বিশ্বাস তাকে নানাভাবে যৌন হয়রানি করছেন। গভীর রাতে ঘুমিয়ে গেছে কি না ফোন করে তা জানতে চান। এছাড়াও অশ্লীল ইঙ্গিতপূর্ণ খুদেবার্তা দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। সাড়া না পাওয়ায় ওই প্রশিক্ষক তাকে নানাভাবে হয়রানি করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রশিক্ষক প্রভাষ কুমার বিশ্বাসের বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ উঠেছে। একটি অভিযোগ এখনও তদন্তনাধীন রয়েছে।
বাগেরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান টুটুল বলেন, ‘এমন ন্যাক্কারজনক ঘটনার কঠোর বিচার হওয়া জরুরি। বিচার না হলে এর চেয়েও বড় ঘটনা ঘটতে পারে।’ তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে, প্রশিক্ষক প্রভাষ কুমার বিশ্বাস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই ঘটনা সত্য নয়।’
এ বিষয়ে পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. নাজমুল হক বলেন, ‘অভিযোগের বিষয়টি যারা ব্যবস্থা নেওয়ার দায়িত্বে আছেন তাদেরকে জানানো হবে।’