ঢাকা: পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
এতে আরও উল্লেখ হয়েছে, শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার স্বার্থে বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।