ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিপাতের আভাস রয়েছে।
বিভাগভিত্তিক পূর্বাভাস:
ময়মনসিংহের সবগুলো জেলাতেই সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে বৃষ্টি হতে পারে। সিলেটের বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার উত্তরাঞ্চলে বিকেল ৫টার পর থেকে রাত ১২টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনায় বাগেরহাট ও সাতক্ষীরায় সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে বৃষ্টি হতে পারে। বরিশালে বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া রাজশাহীর সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটে সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের গাজীপুর, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদীসহ উত্তরের জেলাগুলোতে এবং শরিয়তপুর, গোপালগঞ্জ, মাদারিপুর, মুন্সিগঞ্জে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হতে পারে। চট্টগ্রামের নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ফেনীতে সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুরের গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সোমবার (১৮ আগস্ট) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫ মিলিমিটার।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমবে বলে আশা করা হচ্ছে।