Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিকাকে ভিডিও কলে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১১:৫৭ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ১২:০০

ফাহিম হাবিব।

রংপুর: প্রেমিকার সঙ্গে দেখা না হওয়ার ক্ষোভে, দুঃখে ভিডিওতে কথা বলতে বলতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রংপুর সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফাহিম হাবিব (১৭) নামে এক শিক্ষার্থী।

ফাহিম অপারেল মেনুফ্যাকচারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি জয়পুরহাট জেলার সদর উপজেলার ইচুয়া মল্লিকপুর গ্রামের আহসান হাবিব ছেলে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এর আগে, সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় কলেজের হলের একটি রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

রংপুর মহানগর তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী জানান, ওই শিক্ষার্থীর সঙ্গে বগুড়ার শিবগঞ্জের ভরিয়া গ্রামের এক শিক্ষার্থীর মোবাইলে সম্পর্ক হয়। রোববার (১৮ আগস্ট) তাদের দেখা হওয়ার কথা ছিল। কিন্তু দেখা না হওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। সে দিনই সকালে তিনি রংপুরের কলেজ হোস্টেলে ফেরেন। এরপর তারা ফোনে কথা বলতে থাকেন। কিন্তু নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় ভিডিও কলে কথা বলতে বলতেই ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে ফাহিম।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হলের ২০২ নম্বর রুমের দরজা ভেঙে ফাহিমের লাশ উদ্ধার করা হয়। থানায় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/ইআ

শিক্ষার্থীর আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর