Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালিয়াকান্দিতে অর্ধদিবস হরতাল চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১২:২৩

হরতালে বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খোন্দকার মশিউল আজম চুন্নুসহ তিনজন ব্যবসায়ীর নামে মামলার প্রতিবাদে বালিয়াকান্দি বাজার বণিক সমিতির ডাকা অর্ধদিবস হরতাল চলছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৬টা থেকে হরতালে বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। দুপুর ২টায় অর্ধদিবস হরতাল শেষ হবে।

এর আগে, গতকাল (সোমবার) বিকেলে বালিয়াকান্দি বাজারের ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণের আয়োজনে বালিয়াকান্দিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে এ ঘোষণা দেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় বাজার কমিটির সভাপতি ওসমান গণি মানিক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৫ আগস্ট দুপুরে ইতালি প্রবাসী মাসুম শেখের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খোন্দকার মশিউল আজম চুন্নু ও তার ছেলে শিবলুসহ বেশ কয়েকজন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারপিট করা হয়। গতকাল ওই প্রবাসীর স্ত্রী পলি আক্তার বাদি হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে মামলার আবেদন করেন। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে বাদীর আবেদনটি আমলযোগ্য অপরাধ হিসাবে লিপিবদ্ধ করার আদেশ দেন। তারপর থেকে বালিয়াকান্দির ব্যবসায়ীদের এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানিয়েছেন, বাজার ব্যবসায়ী সমিতির ডাকা অর্ধদিবস হরতালে নাশকতা এড়াতে পুলিশ কাজ করছে।

সারাবাংলা/এসডব্লিউ

প্রতিবাদে হরতাল বালিয়াকান্দি বাজার ব্যবসায়ীর নামে মামলা