ঢাকা: অভ্যন্তরীণ বাজারে ভোজ্য তেল লিটারে বিক্রি নিশ্চিত করার সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
অতি সম্প্রতি ভোজ্য তেলের বাজার দর সংক্রান্ত সংস্থা কর্তৃক প্রণীত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছে কমিশন।
জানা যায়, সরকার ভোজ্য তেলের দাম লিটারে নির্ধারণ করে দিলেও বিভিন্ন জায়গায় তা কেজি দরে বিক্রির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে গত ৩ আগস্ট ভোজ্যতেলের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সেখানে লিটারে দাম নির্ধারণ করা হলেও বাজারে খোলা সয়াবিন ও পাম তেল বিক্রি হচ্ছে কেজিতে।
প্রতিবেদনে বলা হয়, ‘পণ্য পরিবেশক নিয়োগ’ আদেশে তরল পদার্থ পরিমাপে লিটারে হিসাব করার কথা উল্লেখ রয়েছে। কিন্তু বাজারজাতকরণে তা মানা হচ্ছে না।
এ ছাড়া খোলা পাম তেলের দাম লিটার প্রতি ১৫০ টাকা নির্ধারণ করা হলেও বাজারে নির্ধারিত দামের চেয়ে লিটারে ৫ টাকা বেশি রাখা হচ্ছে। বাড়তি এই দাম নিরুৎসাহিত করা প্রয়োজন বলে মনে করছে কমিশন।
অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি ঠেকাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর-কে মাঠ পর্যায়ে তৎপরতা চালানোর নির্দেশনা দেওয়ার সুপারিশ করে ট্যারিফ কমিশনের প্রতিবেদনে মিলগেট, পাইকারি ও খুচরা মূল্য মনিটরিং কার্যক্রম জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।