Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১৪:৫৭ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ১৪:৫৯

মরদেহ। প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীতে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার টুপামারি ইউনিয়নের ঢুলিয়াপাড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুলছাত্রী অনামিকা রায় (১৪) ওই এলাকার শ্রী অরবিন্দু চন্দ্র রায়ের মেয়ে। সে শহিদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

টুপামারি ইউপি চেয়ারম্যান মো. মছিরত আলী শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে, সঠিক কারণ এখনো জানা যায়নি।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর সাঈদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ