Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবি ছাত্র সংসদ নির্বাচন
দাবি আদায়ে অনড়, অসুস্থ হয়ে আরও এক শিক্ষার্থী হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১৬:৩৭

অসুস্থ শিক্ষার্থী আতিকুর রহমান

রংপুর: ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন টানা তৃতীয় দিনের মতো এখনো চলমান। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থ শিক্ষার্থীর নাম আতিকুর রহমান। তিনি অর্থনীতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। এনিয়ে মোট ৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। এদের মধ্যে ৪ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দফায় দফায় মিটিং করে পরিস্থিতি সামালের চেষ্টা করলেও রোডম্যাপ নিয়েই ক্লাস পরীক্ষায় ফিরতে চান অনশনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সরেজমিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের উত্তর ফটকের সামনে গিয়ে দেখা যায়, বিভিন্ন বিভাগের ৬জন শিক্ষার্থী অনশন করছেন। গতকাল রাত ১১টা পর্যন্ত ১০ জন অনশনে ছিলেন। এরমধ্যে এক জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি; আর দুজন অনশন প্রত্যাহার করেন। এনিয়ে হট্টগোল হয় শিক্ষার্থীদের মধ্যে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সামনে অনশন প্রত্যাহারের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিবলি সাদিক ও সমাজবিজ্ঞান বিভাগের মুশফিকুর রহমান; তবে বাকিরা অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

শিবলি সাদিক সাংবাদিকদের বলেন, গত ৩৬ ঘণ্টা থেকে আমরণ অনশন করছিলাম। আমরা চাচ্ছিলাম, ছাত্র সংসদ নির্বাচনের রোডমাপের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবৃতি দিক। উপাচার্য বিবৃতি দিয়েছেন। ১০ কার্যদিবসের সময় চেয়েছেন তিনি। আমি এটার সঙ্গে একমত। আমার শারীরিক পরিস্থিতিও খারাপ। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ওয়াদা দিয়েছে, তার সঙ্গে একমত প্রকাশ করে আমি অনশন ভাঙছি।

মুশফিকুর রহমান বলেন, উপাচার্যের পক্ষ থেকে একটি বিবৃতি এসেছে। এটা আমাদের জন্য আশাব্যঞ্জক। আশা করব, ১০ কার্যদিবসের মধ্যে এটা বাস্তবায়ন করা হবে।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ছাত্র সংসদ নির্বাচন আইন যাচাই ও চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি কর্তৃক গঠিত কমিটির প্রথম বৈঠক আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের অক্টোবর মাসের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছি।

সারাবাংলা/এসআর

ছাত্র সংসদ নির্বাচন বেরোবি রংপুর রোডম্যাপ