Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১৯:১৪ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ২০:৫০

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো : খেলাপি ঋণের মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসলাম চৌধুরী বিএরপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। একসময় তিনি দলটির যুগ্ম মহাসচিব ছিলেন।

মামলার নথিপত্রের তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড ব্যাংকের নগরীর পাহাড়তলী শাখা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানের অনুকূলে ১৫০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন আসলাম চৌধুরী। পরিশোধ না করায় সেই ঋণ বেড়ে সুদে-আসলে ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা হয়েছে।

বিজ্ঞাপন

ব্যাংক কর্তৃপক্ষ আসলাম চৌধুরীর বন্ধকি সম্পদ নিলামে বিক্রি করে দায়দেনা সমন্বয়ের চেষ্টা করে। কিন্তু এসব সম্পদ কেউ কিনতে রাজি নয়।

এ অবস্থায় ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

প্রায় আট বছর কারাগারে ছিলেন আসলাম চৌধুরী। গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট তিনি কারামুক্ত হন।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২০১৬ সালের ১৫ মে ঢাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল। রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ৭৬টি মামলা ছিল।

সারাবাংলা/আরডি/এসআর

আসলাম চৌধুরী খেলাপি ঋণ গ্রেফতারি পরোয়ানা চট্টগ্রাম বিএনপি নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর