পাবনা: পাবনায় মেরিনার্স ফুড অ্যান্ড এগ্রো লিমিটেড-এর মালিক এমডি শামীম হঠাৎ করেই পুলিশের সহযোগিতায় কারখানার সব মেশিনপত্র নিয়ে চলে গেছেন। এর আগে শ্রমিকেরা কোনো নোটিশ পাননি, দেওয়া হয়নি তাদের বকেয়া বেতন। এ ঘটনার প্রতিবাদে তারা মানববন্ধন করে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, মিলন শেখ, হারুন খান, আম্বিয়া খাতুন, রাজিয়া খাতুন, রনি শেখ, মাসুদ রানা ও ফজলুল হক।
মানববন্ধনে বক্তারা- শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা ও বকেয়া বেতন আদায়ের দাবি জানান তারা। একই সঙ্গে, মালিকপক্ষের করা মিথ্যা মামলা থেকে গ্রেফতার হওয়া শ্রমিক হারুন খানের নিঃশর্ত মুক্তি চান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা।