Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় দুই নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ২১:০২ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ২২:০৩

অপহরণের ঘটনায় গ্রেফতার দুই নারী। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় শপিং ব্যাগ ব্যবসায়ী আক্কাস আলী শেখকে অপহরণের ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে  মুক্তিপণের টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ওই দুই নারী অপহরণকারী হলেন- ফুলতলা উপজেলার রাজঘাট নতুন রাস্তা এলাকার মো. শফিক মোড়লের মেয়ে সুফিয়া বেগম (৩৭) এবং হরিণটানা শিকদার মার্কেটের বিপরীতে পাশের রুবি বেগম (৪৭)।

মঙ্গলবার (১৯ আগস্ট) খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ সই করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকাল ১০টার দিকে অপহরণকারী চক্র শপিং ব্যাগ বিক্রির কথা বলে আক্কাস আলী শেখের সঙ্গে জিরোপয়েন্ট মোড়ে দেখা করে। পরে ব্যবসায়িক কথা বলে তাকে ভ্যানযোগে শিকদার মার্কেটের সামনে নিয়ে যায়। ভ্যানচালক চলে গেলে নিকটে অবস্থানরত অন্য অপহরণকারীরা আক্কাস আলীকে ছুরি ও চাকু দিয়ে প্রাণনাশের ভয় দেখায়। এরপর শিকদার মার্কেটের বিপরীতে রুবি বেগমের বাসায় নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আটক রেখে তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিজ্ঞাপন

মুক্তিপণ দিতে অস্বীকার করলে দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তারা আক্কাস আলীকে প্রাণনাশের হুমকি দিতে থাকে। পরে ভয়ে তিনি বিকাশের মাধ্যমে ১ লাখ ৭৮ হাজার টাকা দেন। মুক্তিপণের অর্থ পাওয়ার পর ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে তাকে বাইপাস রোড দিয়ে সোনাডাঙ্গা অভিমুখে কিছুদূর গিয়ে নামিয়ে দেয় অপহরণকারীরা।

এ ঘটনায় সোমবার (১৮ আগস্ট) এ ঘটনায় হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে হরিণটানা থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে শিকদার মার্কেট এলাকায় অভিযান চালায়। এসময় সুফিয়া বেগম ও রুবি বেগম নামের দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে মুক্তিপণের ৪৭ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ওই দুই নারীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপহরণের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এসএস

অপহরণ খুলনা গ্রেফতার নারী ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর