Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ২২:০১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন

‎ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন।

‎মঙ্গলবার (১৯ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলমের সই করা এ-সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

‎জানা গেছে, আগামী ২৬ আগস্ট সিইসি কানাডার উদ্দেশ্যে রওনা দেবেন আর ফিরবেন ৮ সেপ্টেম্বর। ‎তার সঙ্গে যাবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির। সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন।

‎এদিকে, ইসি সচিব আখতার আহমেদ রোববার (১৭ আগস্ট) জাপান সফরে গিয়েছেন। সেখানে তিনিও ভোটার কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি ফিরবেন ২৩ আগস্ট।

‎বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। ‎দেশগুলো হলো: সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এসআর

ভোটার কার্যক্রম সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর